Sunday, July 19, 2009

আগুনের কাছে আগে

পূ্র্ণেন্দু পত্রী

হৃদয়ের কাছে আমি আগে কত গোলাপ চেয়েছি
এখন পাঁউরুটি চাই,সিমেন্টের পারমিট চাই।
সেই রমণীর কাছে আগে কত ভূ-স্বর্গ চেয়েছি
এখন দেশলাই চাই,হাতপাখা,জেলুসিল চাই।

আগুনের কাছে আগে মানুষেরা নতজানু ছিল
মানুষের সর্বোত্তম প্রার্থনার বিস্তীর্নতা ছিল;
আমাকে এমন জামা দাও তুমি,এমন পতাকা
হীরের আংটির মতো মূল্যবান এবং মহান।
আগুনের কাছে এসে এখন মানুষের করজোড়ে
ভোট চায়,কমিটির ডানলোপিলো-আঁটা গদি চায়
মহিষাসুরের নীল খড়গ চায়,অথবা পিস্তল।

মানুষ মেঘের কাছে আগে কত কবিতা চেয়েছে
এখন পেট্রোল চায়,প্রমোশন,পাসপোর্ট চায়।

No comments:

Post a Comment