Saturday, July 18, 2009

বসন্তকালেই

পূর্ণেন্দু পত্রী

শুনেছি বসন্তকালে বনভূমি অহঙ্কারী হয়।
অথচ আমার সব সোনাদানা চুরি হয়ে গেছে এই বসন্তকালেই।
বসন্তকালেই সেই কপোতাক্ষী রমণীর কুষ্ঠ হয়েছিল
যে আমাকে বলেছিল তার সব নদী,গিরি,অরণ্যের আমি অধীশ্বর।
খুদ-কুঁড়ো খুঁটে খাওয়া গরীবের ছিটেবেড়ো থেকে
তোমাদের মোজাইক বাগান পার্টিতে এসে ফলার খাওয়ার
সর্নিবন্ধ অনুরোধ এসেছিল বসন্তকালেই।

বসন্তকালেই আমি প্রধান অতিথি হয়ে পুরুলিয়া গেছি
বসন্তকালেই আমি ভুবনেশ্বর গিয়ে কবিতা পড়েছি
বসন্তকালেই আমি আকাশের ছেঁড়া জামা সেলাই করেছি।
অথচ আমার সব সোনাদানা,জমি-জমা,কাপড়-চোপড়
স্মৃতি দিয়ে মাজা-ঘষা গোপনতা,অমর পরাগ
এবং বেসরকারী অস্ত্রাগার থেকে লুঠ গোলা ও বারুদ
ভিজে,ভেঙে,গলে,পচে,খসে,ঝরে,নষ্ট হচ্ছে
বসন্তকালেই।

No comments:

Post a Comment